পুলিস সদরে সিপিএম-র বিক্ষোভ

আগরতলা : শুদ্ধিকরণের নামে কিশোরীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাল সিপিএম। সোমবার দলের তরফে পুলিস সদর কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ দেখায় সিপিএম নেতা-কর্মীরা।অভিযোগ শুদ্ধিকরণের নামে দীপশ্রী দাস নামে নবম শ্রেণী পাঠরত ছাত্রীকে সাব্রুমের কালাছড়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে মেয়েটির উপরে শারীরিক-মানসিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে ছাত্রীটি আত্মহত্যার চেষ্টা করে।বহিঃরাজ্যেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। অকালেই ঝড়ে যায় মেয়েটি। অভিযোগ থানায় মামলা করা হলেও পুলিস এখন পর্যন্ত ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। স্বাভাবিক ভাবেই পুলিসের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে ঘটনার সুষ্ঠু তদন্তের। অভিযোগ পুলিসের নীরবতায় ক্ষুব্ধ সিপিএম। সোমবার দলের পশ্চিম জেলা কমিটির তরফে দীপশ্রী দাস মৃত্যুকাণ্ডে ঘটনার সুষ্ঠু তদন্ত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখানো হয় পুলিসের সদর কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন পশ্চিম জেলা সম্পাদক রতন দাস, মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি, বিধায়ক রামু দাস সহ অন্যরা।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল