আগরতলা : হাওড়ার জলে ভাসছে দুর্গা প্রতিমার কাঠাম। অভিযোগ হাওড়ার জল দূষণ মুক্ত রাখতে এসব কাঠাম নদীর উপরে তোলার কোন উদ্যোগ নেই আগরতলা পুর নিগমের। দুর্গা পূজার দশমী শেষে সমস্ত প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে ৪-৫ দিন অতিক্রান্ত। কিন্তু রাজধানীর দশমীঘাট এলাকায় হাওড়ার জলে ছড়িয়ে পড়ে আছে দুর্গা প্রতিমার কাঠাম। অথচ দশমীর আগে পুর নিগম থেকে বলা হয়েছে প্রতিমা পূজা উদ্যোক্তারা দশমী ঘাটে নিয়ে গেলে নদীর জলে প্রতিমা ফেলা ও তোলা সবই করবে পুর নিগম। সেজন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে এসব ব্যবস্থা দেখা গেলেও সমস্ত প্রতিমা বিসর্জনের পরে অন্য ছবিই ধরা পড়লো। নদীর জলে পড়ে আছে দুর্গার কাঠাম। সরানো হয়নি। ফলে দুষিত হচ্ছে জল বলে অভিযোগ। এখন নদীতে কমে গেছে জলও। এই অবস্থায় দাবি উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্গা প্রতিমার কাঠাম নদী থেকে তুলে যাতে দূষণের হাত থেকে জলকে রক্ষা করে ও পূর্বের অবস্থায় নিয়ে আসে হাওড়া নদীর দশমীঘাট এলাকা।