বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান,ডাকওয়ার্থ লুইস নিয়মে জিতলেন বাবর আজ়মেরা

BANGALORE, INDIA - NOVEMBER 04: Fakhar Zaman of Pakistan plays a shot during the ICC Men's Cricket World Cup India 2023 between New Zealand and Pakistan at M. Chinnaswamy Stadium on November 04, 2023 in Bangalore, India. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

বেঙ্গালুরু : বিশ্বকাপে এখনও টিকে থাকল পাকিস্তান। বেঙ্গালুরুতে নিউ জ়িল্যান্ডের ইনিংসের পর মনে হয়েছিল, শনিবারই বোধহয় বাবর আজ়মদের বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। কিন্তু ব্যাট হাতে ফখর জমান ও তার পরে বৃষ্টি বাঁচিয়ে দিল তাঁদের। ডাকওয়ার্থ লুইস নিয়মে নিউ জ়িল্যান্ডকে হারাল পাকিস্তান। এই হারের ফলে নিজেদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কঠিন করে ফেললেন কেন উইলিয়ামসনেরা।

বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস থাকায় টসে জিতে প্রথমে বল নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর। কিন্তু প্রথম থেকেই দ্রুত রান তুলছিল নিউ জ়িল্যান্ড। পাকিস্তানের বিরুদ্ধে দলে ফেরেন অধিনায়ক উইলিয়ামসন। ফলে উইল ইয়ংয়ের জায়গায় এই ম্যাচে ওপেন করতে নামেন রাচিন রবীন্দ্র। আরও এক বার নিজের প্রতিভা চেনালেন রাচিন। কনওয়ে ৩৫ রানে আউট হওয়ার পরে উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এই জুটিই দলকে বড় রানের পথে নিয়ে যায়।

চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় শতরান করেন রাচিন। নিউ জ়িল্যান্ডের হয়ে চলতি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান তাঁরই। চোট সারিয়ে নেমে ভাল দেখাচ্ছিল উইলিয়ামসনকেও। সাবলীল ব্যাট করছিলেন তিনি। মাত্র ৫ রানের জন্য শতরান হাতছাড়া হয় উইলিয়ামসনের। রাচিন ১০৮ রান করে আউট হন।

নিউ জ়িল্যান্ডের পরের দিকের ব্যাটারেরা রান তোলার গতি কমতে দেননি। মার্ক চ্যাপম্যান ২৭ বলে ৩৯ ও গ্লেন ফিলিপ্স ২৫ বলে ৪১ রান করেন। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪০১ রানে শেষ করে নিউ জ়িল্যান্ড।

 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথমে একটি উইকেট হারালেও ফাকার জামান ও বাবর আজমের ব্যাটিংয়ে বড় স্কোর করতে সাহায্য করে পাকিস্তান দলকে পরবর্তী সময়ে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস নিয়মে নিউ জ়িল্যান্ডকে হারাল পাকিস্তান তারই সঙ্গে বিশ্বকাপে সেমিফাইনালের যাওয়ার আশা টিকে রইল পাকিস্তানের

Related posts

CM pays tribute to martyred Indian Army soldier Subhankar Bhowmik

State Govt and Tata Technologies sign MoA for upgrading ITIs

রাজ্যে আনা হল শহীদ শুভঙ্কর ভৌমিকের কফিন বন্দি মৃতদেহ