পূজার প্রাক- মুহূর্তে কালী মন্দিরে চুরি

আগরতলা : আলোর উৎসব দীপাবলির প্রস্তুতি চলছে সর্বত্র। বিভিন্ন জায়গার কালী মন্দিরগুলি সাজিয়ে তোলার প্রস্তুতি চলছে। এমনই একটি মন্দির হল শহর লাগোয়া মিলন চক্র মধ্য বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়ি। মন্দির কমিটির তরফে চলছে জোর প্রস্তুতি কালী পূজাকে সামনে রেখে। এরই মাঝে রবিবার মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়।সোমবার সকালে মন্দিরের পুরোহিতের নজরে প্রথমে চুরির ঘটনা নজরে আসে। তিনি মন্দিরে এসে দেখতে পান দরজার তালা ভাঙ্গা। চোরের মায়ের স্বর্ণ- রুপার অলংকার নিয়ে গেছে। এছাড়া পূজার চাঁদা সহ চারটি প্রনামি বাক্সে থাকা সমস্ত টাকা নিয়ে গেছে চোরেরা।তিনি জানান, রাতের বেলা স্থানীয় একটি গাছের কিছু যুবকের আড্ডা বসে। পুলিসকে জানানো হয়েছে। মাঝে মধ্যে পুলিস ঘুরে যায়। ঘটনা জানাজানি হতেই ছুটে আসেন স্থানীয় লোকজন। ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। মামলা নিয়ে লোক দেখানো তদন্তে নামে পুলিস।কালী পূজার প্রাক- মুহূর্তে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী