২৩ নভেম্বর রাজভবন অভিযান সাত সংগঠনের

আগরতলা : ২৩ নভেম্বর রাজধানীর রাজপথে নামবেন তপশিলি ও ক্ষেতমজুররা। সেদিন রাজভবন অভিযান করবেন তারা। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতি, ত্রিপুরা রাজ্য মৎস্যজিবি ইউনিয়ন, সভা সুন্দর উন্নয়ন সমিতি, চর্ম শিল্পী সমিতি, ভারতীয় ক্ষেত মজুর ইউনিয়ন, ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ ৭ সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। দলিত অধিকার ও সামাজিক ন্যায় সহ ১৭ দফা দাবি নিয়ে ৭ সংগঠনের রাজভবন অভিযান। শনিবার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠনের নেতৃত্ব শ্যামল দে, রাধা রমণ দেবনাথ, পার্থ বাসফোর, বিপদ বন্ধু ঋষি দাস সহ অন্যরা। সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে নেতৃত্ব সুধন দাস জানান, ৪ ডিসেম্বর সংসদ অভিযান। এই কর্মসূচীকে সামনে রেখে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে রাজভবন অভিযান। তাছাড়া দেশ ব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যেও ২ লাখ স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। তাদের ১৭ দফা দাবির মধ্যে রয়েছে চাকরি- শিক্ষা কোন ক্ষেত্রে সংরক্ষিত পদ অব্লুপ্ত করা যাবে না,পদোন্নতিতে সংরক্ষণ কঠোর ভাবে মানা, কেন্দ্র ও রাজ্য বাজেটে তপশিলি জাতি ও উপজাতি সাব প্ল্যানে জন সংখ্যা অনুপাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবিলম্বে তপশিলি ভুক্ত ছাত্র- ছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি, প্রতি জেলায় তপশিলি পড়ুয়াদের জন্য প্রয়োজন ভিত্তিক আবাসিক বিদ্যালয় স্থাপন, রেগায় বছরে ২০০ দিনের কাজ, ৬০০ টাকা মজুরি সহ ১৭ দফা দাবি তাদের। তাদের রাজ ভবন অভিযানে সারা রাজ্য থেকে লোকজন অংশ নেবেন বলে নেতৃত্ব জানান।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র