আগরতলা : দপ্তরের মন্ত্রীদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা চলছে কোন দপ্তর কত বেশি ভাল কাজ করতে পারে।প্রতিযোগিতার মাধ্যমে দপ্তর গুলি এগিয়ে যাচ্ছে।জেআরবিটি পরিচালিত গ্রুপ সি পরীক্ষায় যোগ্যতা অর্জন ক্রাদের মধ্যে অফার বিলি অনুষ্ঠানে একথা বললেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। যারা এদিন অফার পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন বেতন পাওয়া মূল কথা নয়, দপ্তরকে নিজের বাড়ি মনে করে কাজ করতে হবে। শনিবার আগরতলা কৃষিভবনে হয় অনুষ্ঠান। এদিন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে ২৯ জন ও নির্বাচন দপ্তরে ৮ জনকে নিয়োগ পত্র দেওয়া হয়।এর আগেও কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর অফার বিলি করেছে যোগ্যতা অর্জনকারীদের মধ্যে।এদিন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ আরও বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে রাজ্যকে নিজের পায়ে দাঁড়াতে হবে। স্বাবল্মবি হতে হবে। ইতিবাচক দৃষ্টিভঙ্গী থাকতে হবে।অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, নির্বাচন দপ্তরের এডিশনাল সিইও ঊষাজেন মগ ,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ অন্যান্যরা