নিয়ম মেনে দুর্গা বাড়িতে কাত্যায়নি পূজা

আগরতলা : প্রথা রীতি মেনেই রাজন্য স্মৃতি বিজড়িত দুর্গা বাড়িতে শুরু কাত্যায়নি পূজা।প্রতিবছর আগরতলা দুর্গা বাড়িতে এই পূজা হয়ে থাকে। কাত্যায়নী হিন্দু দেবী দুর্গার একটি বিশেষ রূপ এবং মহাশক্তির অংশবিশেষ। তিনি নবদুর্গা নামে পরিচিত দুর্গার নয়টি বিশিষ্ট রূপের মধ্যে ষষ্ঠ। শাক্তধর্ম মতে, তিনি মহাশক্তির একটি ভীষণা রূপ এবং ভদ্রকালী বা চণ্ডীর মতো যুদ্ধদেবী রূপে পূজিতা। প্রতিবছর রাজধানীর দুর্গা বাড়িতে নিয়ম মেনে এই পূজা হয়ে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। তেমন জাঁকজমকভাবে না হলেও নিয়ম নিষ্ঠার সঙ্গে হয়ে থাকে পূজা। মন্দিরের পুরোহিত জানান, দাপর যুগ থেকে এই কাত্যায়নি পূজা হয়ে আসছে।মহারাজ পরীক্ষিতের সময় থেকে এই পূজা শুরু হয়েছিল। তিনি জানান প্রথম দ্বিতীয় ও তৃতীয় দিবস পূজা হয়ে থাকে। শনিবার সকাল থেকে পূজা শুরু হয়েছে। দুপুরে অন্নভোগ ও বিকেলে আরতি করা হয়। এদিকে দুর্গা বাড়িতে এদিন যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি পূজা দেন এবং সকলের মঙ্গল কামনা করেন। পাশাপাশি জাতি- ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সুখ- সমৃদ্ধি প্রার্থনা করেন।

Related posts

Power Minister extends financial help to two needy families in Mohanpur

প্রথম ডিভিশন ফুটবলে ফরোয়ার্ড ক্লাব ও টাউন ক্লাবের হাড্ডাহাড্ডি লড়াই, ম্যাচ ড্র

বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন, কিচেন গার্ডেন নিয়ে একাধিক দাবি