শুরু হল ১১ দিন ব্যাপী রাজ্য ভিত্তিক নাট্য উৎসব

আগরতলা : শুরু হল ১১ দিন ব্যাপী রাজ্য ভিত্তিক নাট্য উৎসব। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে সোমবার সন্ধ্যায় উৎসবের সূচনা হয় রবীন্দ্র ভবনে। ৩০ নভেম্বর পর্যন্ত চলবে নাট্য উৎসব। ২১ টি নাটক মঞ্চস্থ হবে।প্রতিদিন সন্ধ্যায় দুটি করে নাটক মঞ্চস্থ হবে। উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় সুরপঞ্চম নাট্যগোষ্ঠীর প্রি- পেইড নাটকটি। সোমবার নাট্য রাজ্য ভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, অনেক পুরনো রাজ্যের নাট্যচর্চার ইতিহাস। নাটক একটা বড় ভুমিকা নিয়ে থাকে মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা গড়ে তুলতে। নাটক উল্লেখ যোগ্য ভুমিকা নিতে পারে সমাজকে সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে। নাটক হচ্ছে জীবনের দর্পণ। এদিন উদ্বোধনী পড়বে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ছাড়াও তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, তথ্য সংস্কৃতি দপ্তরের কালচারাল কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ অন্যরা।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের