প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার স্মরণসভা

আগরতলা : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়ার স্মরণসভা আগরতলায়। বুধবার বাম শ্রমিক সংগঠন সি আই টি ইউ রাজ্য কমিটি স্মরণসভার আয়োজন করে। এদিন সিআইটিইউ রাজ্য দপ্তরেই হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। স্মরণসভায় প্রাক্তন সাংসদকে শ্রদ্ধা জানান সিপিএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সি আই টি ইউ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, সভাপতি মানিক দে সহ অন্যরা। উপস্থিত নেতৃত্ব প্রয়াত সাংসদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।প্রয়াত সাংসদের স্মৃতিচারণা করতে গিয়ে মানিক সরকার বিভিন্ন বিষয়ের অবতারনা করেন। তিনি বলেন, প্রয়াত বাসুদেব আচারিয়া রেল শ্রমিক- কর্মচারীদের মধ্যে দারুণ জনপ্রিয় ছিলেন। বাসুদেব আচারিয়া একসময় রেলের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত ভাবে সহজ সরল স্বাভাবিক জীবন যাত্রা নির্বাহ করতেন। দীর্ঘ সময়ের সাংসদ থাকা অবস্থায়ও কোন ধরণের অহমিকা বাসুদেব আচারিয়ার মধ্যে দেখা যায়নি। তাঁর জীবন থেকে শিক্ষার অনেক কিছু আছে। বাসুদেব আচারিয়ার জীবন- কর্মধারা থেকে অনেক কিছু শেখার আছে বলে জানান মানিক সরকার।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল