বিদ্যালয়ে চুরির অভিযোগে গ্রেপ্তার ১১

আগরতলা : রাজধানীতে বিদ্যালয়ে চুরির ঘটনায় পূর্ব আগরতলা থানার পুলিসের জালে ১১ চোর। গ্রেপ্তার করা হয়েছে চুরির সামগ্রী কেনার অভিযোগে এক দোকান মালিককে। সম্প্রতি স্কুল বন্ধ থাকায় পর পর তিন দিন চুরি হয় রাজধানীর ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে। অভিযোগ চোরেরা স্কুলের ৪৭ টি পাখা চুরি করে নিয়ে যায়। ঘটনা নজরে আসতেই বিদ্যালয়ের তরফে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়। পুলিস মামলা নিয়ে তদন্তে নামেন। অবশেষে বুধবার প্রথমে মহারাজগঞ্জ বাজার সংলগ্ন ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে একজনকে আটক করেন। টাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও ১০ জনকে পাকড়াও করে। উদ্ধার হয় প্রায় ৪০ টি পাখা সহ বিভিন্ন জিনিস। চুরির পাখা কেনার অভিযোগে এক দোকানিকে আটক করা হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। একথা জানান জেলার পুলিস সুপার কিরণ কুমার কে।উপস্থিত ছিলেন সদর মহকুমা পুলিস আধিকারিক দেবপ্রসাদ রায়, পূর্ব আগরতলা থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ রানা চ্যাটার্জি।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র