জাতীয় যোগা আসর হবে ত্রিপুরায়

আগরতলা : ৬৭ তম স্কুল ক্রীড়ার আসর বসছে ত্রিপুরায়। ৫ দিন ব্যাপী অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা বিভাগে জাতীয় এই আসর হবে আগরতলা এনএসআরসিসি-তে। এই প্রতিজগতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। বুধবার মহা করণে সাংবাদিক সম্মেলনে একথা জানান ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান, দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা এতে অংশ নেবে। প্রায় ৩ শতাধিক প্রতিনিধি এতে অংশ নেবেন। রাজ্যে স্কুল স্পোর্টস বোর্ডের অধীন জাতীয় স্তরের যোগার এই আসর প্রথম হচ্ছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এই প্রতিযোগিতার সূচনা হবে। বাইরের রাজ্যের প্রতিযোগিতা রাজ্যে আসা শুরু করে দিয়েছেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যরা।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী