রাজ্যের মানুষের মাথাপিছু গড় আয় বেড়েছে রতন

আগরতলা : রাজ্যের মানুষের মাথাপিছু বাৎসরিক আয় করোনা প্রকোপের পরেও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে ।বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান ২০১৭_১৮ সালে রাজ্যের মানুষের মাথাপিছু বাৎসরিক আয় এক লক্ষ ৪৪৪ টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে এক লক্ষ ৫৯ হাজার ৪১৯ টাকা হয়েছে। মন্ত্রী এদিন তথ্য দিয়ে জানান এই সাড়ে পাঁচ বছরের সময়ে ১৫ হাজার ১৮৮ জনকে নিয়মিত চাকরি দিয়েছে। এর মধ্যে ১৪১৩ জন রয়েছেন টিএসআরও। মন্ত্রী জানান রাজ্য সরকার ৬০৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ পদে লোক নিয়োগ করবে ।এজন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।১০০০ কনস্টেবল নিয়োগের জন্য শারীর পরীক্ষা হয়ে গেছে। তাছাড়া জেআরবিটির মাধ্যমে গ্রুপ সি পদে ১৯৮০ জনের বিভিন্ন দপ্তর থেকে অফার দেওয়া শুরু হয়েছে। এছাড়া গ্রুপ ডি পদের জন্য ২৫০০ লোক নিয়োগের ইন্টারভিউ শীঘ্রই শুরু হবে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস