নিখোঁজ গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

আগরতলা : নিখোঁজ গাড়ি চালকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম ভুবনবন এলাকায়। মৃত গাড়ি চালকের নাম বলরাম সাহা। আগরতলা চান্দিনামুড়া এলাকার বাসিন্দা বয়স ৩৮-র বলরাম সাহা। একটি অনুষ্ঠানের জন্য শনিবার সন্ধ্যায় এলাকার নেতাজী সংঘে বৈঠক ছিল। অভিযোগ এর প্র থেকে নিখোঁজ গাড়ি চালক। রাত আনুমানিক সাড়ে ১১ টা অবধি মোবাইল অন ছিল। এর প্র থেকে সুইচ অফ হয়ে যায়। ঘটনা রাতেই পুলিসে মৌখিক ভাবে পরিবারের তরফে জানানো হয়। রবিবার সকালে নিজ বাড়ির কিছুটা দূরে এক মহিলা গরু চড়াতে গিয়ে ধানি জমির মধ্যে ড্রেনের জলে মাথা দুবন্ত অবস্থায় একজনের দেহ দেখতে পান।

ঘটনা চাউর হতেই লোকজন ভিড় করেন। নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনও ছুটে এসে সনাক্ত করেন এটি বলরাম সাহা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিস। মৃতদেহ সংলগ্ন লিচু বাগান এলাকায় রক্তের দাগও পাওয়া যায়। ঘটনাস্থলে ছুটে যায় ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। একটি মামলা নিয়ে তদন্তে নেমেছে। এলাকায় খুবই নম্র স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিল বলরাম। তাঁর মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ এটা হত্যা। দাবি উঠেছে অভিযুক্তদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের