আগরতলা : চলতি বছরের নভেম্বর মাসে একের পর এক চুরির ঘটনায় পুলিসের জালে ৭ অভিযুক্ত। উদ্ধার স্বর্ণালঙ্কার সহ ল্যাপটপ। রাজধানীতে চুরির ঘটনা কিছুতেই থেমে নেই। মাঝে মধ্যেই ঘটে চলেছে এসব ঘটনা। নভেম্বর মাসে পূর্ব আগরতলা থানা এলাকায় কয়েকটি ঘটনা ঘটে। এসব ঘটনা থানায় লিখিত অভিযোগও জমা পড়ে। যথারীতি পুলিস তদন্তে নামেন। সম্প্রতি চুরির অভিযোগ পুলিস প্রথমে তিনজনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয় কিছু স্বর্ণালঙ্কার ও একটি ল্যাপটপ। হদিশ মেলে আরও কয়েকজনের নাম। পুলিস ফের ৪ জনকে জালে তুলে।রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়। এরা আগেও বিভিন্ন ঘটনায় যুক্ত ছিল বলে পুলিসের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার হয় আরও কিছু স্বর্ণালঙ্কার। সদর মহকুমা পুলিস আধিকারিকের দাবি তারা পুরো গ্যাংকে জালে তুলতে পেরেছেন। ধৃতের টিমে আরও কেউ থাকলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।