তিনদিনব্যাপী ২৭ তম রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন

DSC 0461

আগরতলা : মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল হল যৌবন। এই সময়েই অন্তর্নিহিত শক্তির প্রতিভা ও বিকাশ ঘটে। দেশের মূল সম্পদ হচ্ছে যুব শক্তি। শনিবার রাজ্য ভিত্তিক যুব উৎসবে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রাজধানীর নজরুল কলাক্ষেত্রে তিনদিন ব্যাপী উৎসবের সূচনা হয় এদিন। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের তরফে এর আয়োজন করা হয়েছে। উৎসবে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুবক-যুবতীরা অংশ নেন।২৭ তম যুব উৎসবের উদ্বোধনী দিনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়, দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় সামাজিক কর্মকাণ্ডের জন্য জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছেন এমন ব্যক্তিদের। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কাল হল যৌবন। এই সময়েই অন্তর্নিহিত শক্তির প্রতিভা ও বিকাশ ঘটে। দেশের মূল সম্পদ হচ্ছে যুব শক্তি।তিনি বলেন, নেশামুক্ত রাজ্য হিসেবে ত্রিপুরাকে গঠন করার সংকল্প নিয়েছে বর্তমান সরকার। এই কাজে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।রাজ্যের ছেলে- মেয়েদের মধ্যে অভাব নেই প্রতিভার।

Related posts

চানমারির ঘটনায় সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-র ইস্তফা দাবি মহিলা কংগ্রেসের

দুই শিশুর মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী