ফের কাঠগড়ায় ত্রিপুরা স্টেট অলিম্পিক এসোসিয়েশনের সচিব

আগরতলা : লুধিয়ানাতে হচ্ছে পুরুষ বিভাগে ৭৩ তম জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। ৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরে রাজ্যের হয়ে অবৈধ ভাবে বাইরের খেলোয়াড়রা অংশ নিয়েছে। ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আসর। অভিযোগ আসরে ত্রিপুরার হয়ে অংশ নেওয়া খেলোয়াড়রা ত্রিপুরা বাস্কেটবল এসোসিয়েশনের হয়ে নির্বাচিত নয়। অভিযোগ যারা অবৈধ ভাবে খেলায় অংশ নিয়েছেন তারা ত্রিপুরা স্টেট অলিম্পিক এসোসিয়েশনের সচিব রূপক দেবরায়ের অধীনে। এসব ঘটনা জানিয়ে ত্রিপুরা বাস্কেটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সম্পাদক সমীর দাস মামলা করেন পূর্ব আগরতলা থানায় এবং আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন বাস্কেটবল সংগঠনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যরা।অভিযোগ অর্থের বিনিময়ে ত্রিপুরা বাস্কেটবল এসোসিয়েশনকে নিস্ক্রিয় রেখে বাইরের খেলোয়াড়দের রাজ্যের নামে খেলাচ্ছেন রূপক দেবরায়। অভিযোগ এর আগেও বিভিন্ন সংগঠন ও খেলোয়াড়দের তরফে রূপক দেবরায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী