কংগ্রেস কর্মীর দোকান আক্রমণের ঘটনায় অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি

IMG 20231206 WA0554

আগরতলা : বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে কোন পদক্ষেপ আরক্ষা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে না। একের পর এক ঘটনা ঘটিয়ে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে।বুধবার আক্রান্ত কংগ্রেস কর্মীর দোকান পরিদর্শনে গিয়ে এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপি জয়ী হয়েছে বিধানসভা নির্বাচনে। অভিযোগ তিন রাজ্যে জয়ের পরে দুর্বৃত্তরা হামলা চালায় কংগ্রেস কর্মী বিশ্বজিত বনিকের দোকানে। অভিযোগ দোকানে ভাঙচুর চালানোর পাশাপাশি বিশ্বজিৎকে মারধর করে। ঘটনা জানিয়ে থানায় মামলা দায়ের করার পরেও তিনদিন অতিক্রান্ত হলেও পুলিস ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করেনি পুলিস। এতে পুলিসের ভুমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। সিসিটিভি ক্যামেরায় আক্রমণের ঘটনা সামনে উঠে এলেও পুলিস এখনও নীরবতা অবলম্বন করছে কেন এনিয়েও উঠছে প্রশ্ন। প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি জানিয়েছেন ঘটনায় যুক্তদের অবিলম্বে জালে তোলার।

Related posts

সরকারি দপ্তরে একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে পথে নামলো বাম যুবরা

মশার উৎপাত বন্ধের দাবিতে সোচ্চার সিপিএম

শ্রমিকদের সুরক্ষার উপরে জোর দেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা সপ্তাহে