মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত ড. মহেশ শর্মার সাংগঠনিক বিষয় নিয়ে দুজনের মধ্যে আলোচনা

আগরতলা : বুধবার আগরতলায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন প্রদেশ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ইনচার্জ ডা: মহেশ শর্মা। সাক্ষাত কালে উভয় নেতাই সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এই সাক্ষাত পর্বে সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তৃত পরিসরে দুজনের মধ্যে গঠনমূলক আলোচনা হয়। যা উভয় নেতার জন্য এই বৈঠক একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। ভারতীয় জনতা পার্টিকে আরো শক্তিশালী করা এবং তৃণমূল স্তরে মানুষের সঙ্গে জনসম্পর্ক আরো কিভাবে নিবিড় করা যায় সেবিষয়ে দুজনের কথা হয়।
বৈঠকে পার্টির বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উপর বিশেষ জোর দেন ডা: মহেশ শর্মা এবং মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। এর পাশাপাশি দলের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কেও আলোচনা করেন।
আগামীতে ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা, ভাবধারা আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, ভোটারদের সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তোলা, যোগাযোগের মাধ্যমগুলিকে আরো প্রসারিত করা ইত্যাদি বিষয় নিয়েও দুই শীর্ষ নেতার মধ্যে আলোচনা হয় এদিন। সেই সাথে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে দলের রণকৌশল নিয়েও প্রাথমিক আলোচনা হয়। বিশেষ করে দলের সাংগঠনিক শক্তি আরো কিভাবে মজবুত করা যায় সেবিষয়ে গুরুত্ব দেন উভয় নেতা।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, আজ আমার সরকারি বাসভবনে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের প্রভারী ডাঃ মহেশ শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হই।
সাক্ষাৎকালে সাংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদে আলোচনা হয়।

Related posts

৪৩তম আগরতলা বইমেলায় শতরূপা প্রকাশনীর আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন

রাজধানীর নজরুল কলাক্ষেত্রে একদিবসিয় সম্মেলন এিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট এসোসিয়েশনের

ত্রিপুরা ভেটেরিনারী ডক্টরস্ এসোসিয়েশনের সাধারণ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস