অপমানে বিষ পান করে মৃত্যু দ্বাদশ পড়ুয়া সায়নের

আগরতলা : অকালে ঝড়ে গেল আরও এক তরতাজা প্রাণ। দ্বাদশেই জীবনদ্বিপ নিভে গেল সায়নের। শোকের ছায়া সহপাঁঠী ও পরিজনদের মধ্যে। ঘটনা খোয়াইয়ে। জানা গেছে খোয়াই গৌরাঙ্গটিলা এলাকায় বাড়ি সায়ন বর্ধনের। দ্বাদশ পড়ুয়া সায়নের সঙ্গে খয়াইয়ের এক কিশোরীর ভালোবাসার সম্পর্ক ছিল। তাদের পরিবারও ঘটনা জানাত। সায়নের মা কয়েক মাস আগে মারা যায়। দুইজনের ভালোবাসার সম্পর্ক ভালভাবে চললেও বিপ্তি ঘটে সম্প্রতি। অভিযোগ প্রেমিকার ভাই সায়ন প্রেমিককে মারধর করে। এতে অপমানিত হয়ে বিষ পান করে সে। এবং বিষ পান করার আগে প্রেমিকাকে জানায়। প্রেমিক সায়ন বাড়িতে চলে গেলেও রাতের বেলা ভাত খাওয়ার জন্য বাবা ডাকলেও খায়নি। রাতে আচমকা সে বমি শুরু করে। তখন তাঁর বাবা অনেক চাপাচাপি করলে সে জানায় বিষ পান করেছে। সঙ্গে সঙ্গে সায়ঙ্কে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জিবিতে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পরে সায়ন।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী