ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হবে আগরতলায়

আগরতলা : ভাষা অনেক ভাব এক। এই ভাবনায় এবছর ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হবে। ১১ ডিসেম্বর রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হবে আগরতলা রবীন্দ্র ভবনে। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার।উস্পথিত ছিলেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যরা। বিশেষ সচিব জানান¸ এবছর থেকে ১১ ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকারের শিক্ষা দক্ষতা উন্নয়ন ও এন্ট্রাপ্রেনোরশিপ মন্ত্রক। বিখ্যাত তামিল কবি সি সুব্রক্ষ্মনিয়া ভারতীয় জন্মদিনকে কেন্দ্র করে এই দিবস পালনের সিদ্ধান্ত। বিশেষ সচিব আরও জানান ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করবেন।

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে