উদয়পুর মাতাবাড়িতে পূজা দিলেন মেয়র

Mayor Dipak Majumder offers Prayer to Maa Tripura Sundari for the well being of people as he officially enters into third year in office on December 08 4

আগরতলা : অহংকার মুক্ত থেকে যাতে পুর বাসিন্দাদের সমস্যা সমাধানে কাজ করতে পারেন এই প্রার্থনা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে রাখলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার সকালে তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে যান পূজা দিতে। নিয়ম মেনেই পূজা দেন মেয়র দীপক মজুমদার। ভারতীয় জনতা পার্টি পরিচালিত আগরতলা পুর নিগমের দুই বছর পূর্তি হল শুক্রবার।২০২১ সালের এমনই দিনে কর্পোরেটর হিসেবে জয়ী হয়ে মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন দীপক মজুমদার। শুক্রবার দ্বিতীয় বর্ষপূর্তির দিনে তিনি সকালেই মাতাবাড়িতে গিয়ে পূজা দেন এবং মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন যেন মা ওনাকে শক্তি দেয় পুর নাগরিকদের সেবা করার।প্রতিটি নাগরিক পরিষেবায় নিজেকে যাতে নিয়োজিত করতে পারেন এই প্রার্থনাই করেন মায়ের কাছে।

Related posts

Govt provides 16,942 jobs since 2018: CM

মন কি বাত এর মাধ্যমে মানুষের সাথে সংযোগ স্থাপন করেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিপিআই-র বিক্ষোভ কর্মসূচী