দ্রুতগা‌মি ডাম্পা‌রের ধাক্কায় প্রাণ গেল আ‌টো চালকের

Screenshot 2023 12 08 22 11 27 125 com.whatsapp edit

আগরতলা : দি‌নের পর দিন জা‌তিয় সড়‌কে বেপ‌রোয়া ডাম্পার ও টিপার চালক‌দের দৌরাত্ম‌্য বে‌ড়েই চল‌ছে।আর এ‌তে অহরহ দুর্ঘটনার শিকার হ‌তে হ‌চ্ছে নি‌রিহ পথচা‌রি সহ ছোট ছোট যান বাহন‌কে।এমনই এক বেপ‌রোয়া ডাম্পা‌রের অর্তকিত ধাক্কায় প্রাণ গেল এক যাত্রীবা‌হি অ‌টো চাল‌কের।চাঞ্চল‌্যকর এই ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে ত্রিপুরার আমবাসা থানাধীন   জিউলছড়ার মাসুরাই পাড়ার আসাম-‌ত্রিপুরা আট নং জাতীয় সড়কে।এ কা‌ন্ডে মৃত অটো চালকের নাম মোনাচরণ রিয়াং।ঘটনার পর ঘাতক ডাম্পার গাড়িতে আগুন লাগিয়ে দেন উ‌ত্তে‌জিত জনতা।এ‌তে পুলিশ ও দমকল কর্মী‌দের সাথে একপ্রস্থ ধস্তাধস্তি হয় স্থানীয় জনতার।অপ্রত‌্যা‌শিত এই ঘটনা‌টি ঘ‌টে‌ছে শুক্রবার দুপুরে।এ‌দিন TR04 4241 নম্বরের যাত্রীবা‌হি অটো জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় বিপ‌রিত দিক থে‌কে আসা TR01 -AV-1871 নম্বরের ডাম্পার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অ‌টো রিক্সা‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে গি‌য়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অ‌টো চালকের।এমন ঘটনায় উ‌ত্তেজনা ছড়ায় স্থানীয়‌দের ম‌ধ্যে।প‌রে খবর পে‌য়ে প‌রি‌স্থি‌তি সামলা‌তে দলবল নি‌য়ে মা‌ঠে না‌মেন এসডিপিও নিত্যানন্দ সরকার সহ আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা ও ট্রাফিকের ডিএসপি সমুদ্র দেববর্মা।তা‌দের প্রচেষ্টায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।প‌রে অবশ‌্য প‌রি‌স্থি‌তি কিছুটা শান্ত হয়।ঘাতক গা‌ড়ি‌টি‌কেও নি‌জে‌দের জিম্মায় নেয় পুলিশ।

Related posts

চোর চক্রের দুই সদস্য এন সি সি থানার পুলিসের জালে, উদ্ধার ৩ বাইক

রাজধানীর নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে হবে কাজী নজরুলের জন্মদিনে কবি প্রণাম অনুষ্ঠান

ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের নতুন কমিটির বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত