আগরতলা : ২০২২-২৩ অর্থবর্ষে শুরু হওয়া উত্তর জেলা শাসক, সোনামুড়া মহকুমা শাসকের অফিসের নির্মাণ কাজ শুরু হয়েছে। আগামী অর্থবর্ষের মধ্যে নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এছাড়া যে সমস্ত তহশিলের কাজ চলছে সেগুলি এই অর্থবর্ষের মধ্যে শেষ হয়ে হবে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল। দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান এদিন দেন তিনি। প্রধান সচিব জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে নির্মাণ কাজ শুরু হবে দক্ষিণ জেলা জেলা শাসক, সোনামুড়া মহকুমা শাসকের অফিসের পাশাপাশি কুমারঘাট, কৈলাশহর মহকুমা অফিস ও ৩৮ টি তহশিল কাছারির অফিস।তিনি আরও জানান এই অর্থবর্ষে কাজ শুর হবে খোয়াই জেলা শাসক, মহকুমা শাসক, তেলিয়ামুড়া মহকুমা শাসক, তেলিয়ামুড়া ডি সি এম-দের সরকারি আবাসের। এছাড়া পশ্চিম জেলার জেলা শাসকের এল এ রুমের নির্মাণ কাজ। পুনিত আগরওয়াল এদিন তথ্য দিতে গিয়ে জানান, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে কোন কোন জায়গায় কত শ্রমিককে জমি দেওয়া হয়েছে। সম্প্রতি কুমারঘাটে উল্টো রথের দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক কত সাহায্য করা হচ্ছে তাও তুলে ধরেন।