রাম মন্দির উদ্বোধনের বার্তায় অক্ষত পাঠানো হল প্রতি জেলায়

আগরতলা : অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণ জানাতে বাড়ি বাড়ি যাবেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা।এই রাজ্যেও সংগঠনের ত্রিপুরা উপপ্রান্ত বিভিন্ন কর্মসূচী নিয়েছে।ইতি মধ্যে অযোধ্যা থেকে এসেছে বিশেষ অক্ষত। কলসি করে তা নিয়েই প্রতি হিন্দু সনাতনী পরিবারে যাবেন কার্যকর্তারা।বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা উপপ্রান্তের সভাপতি সচিন কলই ও সম্পাদক শঙ্কর রায় জানান, আগামী বছরের ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হবে। তার আগে ১ জানুয়ারি থেকে ১৫ তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন কার্যকর্তারা। রবিবার বিশেষ পূজা করে প্রত্যেকটা জেলায় অক্ষত ভর্তি কলস পাঠানো হয়। রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হবে রাজ্যের মানুষকে।

 

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা