বহিঃরাজ্যের কমলাই রাজ্যের মানুষের চাহিদা মেটাচ্ছে

আগরতলা : স্থানীয় কমলার উৎপাদন কয়েকবছর ধরে বাজারে নেই বললেই চলে। তাই পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম, পাঞ্জাব, রাজস্থানের কমলার উপরেই নির্ভরশীল। শীতের মরশুমি রসালো ফল হল কমলা। এক সময় রাজ্যের জম্পুই পাহাড়ের সুস্বাদু কমলা রাজ্যের মানুষের চাহিদা মেটাত। কিন্তু সরকারি অবহেলা ও চাষিদের লাভের মুখ কম দেখার ফলে ধীরে ধীরে কমলার পাহাড় বলে পরিচিত জম্পুই তার গৌরব হারিয়ে ফেলে। যা কিনা এখন আর পুনরুদ্ধার হয়নি। জম্পুইয়ের কমলার চাষিরা এখন সুপারি চাশেই জোর দিয়েছেন। ফলে শীতের মরশুমে রসালো জম্পুইয়ের কমলার জায়গা প্রায় পুরোপুরি নিয়েছে বহিঃরাজ্যের কমলা। রাজস্থান, পাঞ্জাব, মিজোরাম, মণিপুরের কমলা এক প্রকার বাজার দখল করেছে। এগুলি তেমন সুস্বাদু না থাকলেও মিজোরামের কমলা কিছুটা রসালো সুস্বাদু। বর্তমানে রাজ্যের বাজারে রয়েছে রাজস্থান, পাঞ্জাবের কমলা। ব্যবসায়ীরা জানান, স্থানীয় কমলার চাহিদা থাকলেও উৎপাদন নেই। তাই মিজোরামের কমলাকেই স্থানীয় বলে চালানো হচ্ছে। বর্তমানে বহিঃ রাজ্যের কমলা ৪ টি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা দরে।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র