প্রধানমন্ত্রী ভারত কেশরী শ্যমা প্রসাদ মুখার্জীর কর্মপরিচিতিকে সকলের সামনে নিয়ে এসেছেন- মুখ্যমন্ত্রী

Picsart 23 07 07 01 16 59 821 1

আগরতলা : শ্যমা প্রসাদ মুখার্জীর কর্মজীবনকে চেপে রাখা হয়েছিল প্রচারের আলোকে আনা হয়নি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত কেশরী শ্যমা প্রসাদ মুখার্জীর কর্মপরিচিতিকে সকলের সামনে নিয়ে এসেছেন । আগরতলা রবীন্দ্র ভবনে বৃহস্পতিবার শ্যামা প্রসাদ মুখার্জীর ১২৩ তম জন্ম জয়ন্তীতে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন সরকারি- বেসরকারি উদ্যোগে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জন্ম জয়ন্তী উদযাপন করা হয় রাজ্যে। সরকারি ভাবে তথ্য, সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রবীন্দ্রভবনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, এম বি বি মহাবিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক ডঃ জগদীশ গণচৌধুরী। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজনৈতিক, অর্থনৈতিক সন্ধিক্ষনে , দেশের অখন্ডতার স্বার্থে শ্যামা প্রসাদ মুখার্জী কি করে গেছেন সেই সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জী আপোষহীন সংগ্রাম প্রতিনিয়ত করে গেছেন। ডাঃ মানিক সাহা আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে শক্তিশালী করার কাজ করে যাচ্ছেন। এখন ভারতের কথা সমগ্র বিশ্ব শোনে। নতুন ভারত সুপ্রতিষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আয়োজন করা হয় অঙ্কন ও আলোক চিত্র প্রদর্শনীর।

Related posts

বুদ্ধ জন্মজয়ন্তীকে সামনে রেখে এবছরও বিভিন্ন অনুষ্ঠান কুঞ্জবন বেনুবন বুদ্ধ বিহারে

শাসক দল রাজ্যের জনগণ থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হচ্ছেন—জিতেন

আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলা টাউন হলে হয় রঙ্গলি বিহু উৎসব