জোসেফ স্তালিনকে জন্মদিনে সিপিএম রাজ্য দপ্তরে শ্রদ্ধা নিবেদন

আগরতলা : মার্কসবাদ- লেনিনবাদের অন্যতম স্থপতি ,রূপকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সর্বাধিনায়ক জোসেফ স্তালিনের জন্মদিন প্রতিবছরের মতো এবারো উদযাপন করা হয়। ১৮৭৯ সালের ২১ ডিসেম্বর রাশিয়ায় জন্ম স্তালিনের। সারা দেশের সঙ্গে রাজ্যেও ১৪৫ তম জন্মদিন পালন করা হয় বৃহস্পতিবার সিপিএম এর উদ্যোগে। এদিন সকালে সিপিএম রাজ্য দপ্তরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সোভিয়েত সমাজতন্ত্র রক্ষার ফ্যাসীবাদ বিরোধী যুদ্ধে বিজয়ের মহানায়ক স্তালিনকে। প্রথমে স্তালিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, হরিপদ দাস সহ রাজ্য দপ্তরের কর্মীরা। ১৯২৪ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত প্রায় ২৯ বছর সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা ছিলেন তিনি। তিনি ছিলেন সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দীর্ঘতম নেতা। লেনিনের মৃত্যুর পর তিনি সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন এবং সোভিয়েত ইউনিয়নের মন্ত্রীপরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী