ভূমিকম্প বিপর্যয়ের উপরে মহড়া রাজ্যে

DSC 0592

আগরতলা : একসঙ্গে রাজ্যের প্রায় ৪১ টি জায়গায় ভুমিক্লপ বিপর্যয় মোকাবিলা মহড়া হয়। বৃহস্পতিবার রাজ্যের আট জেলায় হয় মহড়া। পশ্চিম জেলায় আই জি এম হাসপাতাল সহ ৪-৫ টি জায়গায় মহড়া হয়। ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় ভূমিকম্প বিপর্যয়ের উপর মহড়া হয়। আই জি এম হাসপাতালের মহড়ায় উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের সচিব টি কে দেবনাথ সহ অন্যান্য আধিকারিকরা। বিভিন্ন ডিপার্টমেন্ট এতে অংশ নেন। ভূমিকম্প হলে কিভাবে মোকাবিলা করা হবে তা দেখানো হয় এবং মানুষকে সচেতন করা হয়। তিনি জানান প্রতিবছর একবার এরকম মহড়া হয় রাজ্যের বিভিন্ন জায়গায়। এদিন বাজার, স্কুল, হাসপাতাল, ব্রিজ সহ বিভিন্ন জায়গায় মহড়ার ব্যবস্থা করা হয়। কিভাবে ভূমিকম্প হলে লোকজনকে উদ্ধার করে দ্রুত স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে সেসব বিষয় দেখানো হয়। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিনিয়র কনসালটেন্ট মেজর জেনারেল সুধীর ভাল।

Related posts

Govt plans to deploy Special Executives as tourist police: CM

রাজ্যের আট জেলায় হবে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে মহড়া

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এন ডি আর এফ ফান্ড থেকে ডি বি টির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়