গণতন্ত্র বাঁচাও দিবস পালন করলো প্রদেশ কংগ্রেসও

DSC 0779

আগরতলা : সংসদ থেকে বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করার প্রতিবাদ জানিয়ে বিরোধী ২৮ দলের তরফে শুক্রবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছে। বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে অভিযোগ এনে গণতন্ত্র বাঁচাও দিবস পালন করা হয় কংগ্রেসের তরফে। শুক্রবার বিকেলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে রাজধানীতে হয় প্রতিবাদ মিছিল। কংগ্রেসের সরবভারতীয় নেত্রী জারিতা লাইটফ্লাং, বিধায়ক গোপাল রায়, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে কংগ্রেস ভবনের সামনে থেকে বের মিছিল। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি। প্রচুর দলীয় কর্মী- সমর্থক এতে অংশ নেন। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, প্রতিটি রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ সভা সংগঠিত হচ্ছে। তিনি বলেন, ভারতীয় সংসদীয় ইতিহাসে এ ধরণের ঘটনা বিরল।সংসদ বিরোধী শূন্য করার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই প্রতিবাদ কর্মসূচী।

Related posts

Govt committed to provide quality, digital education: CM

ননীগোপাল স্মৃতি ফুটবল আসরে অনূর্ধ্ব- ১৩ ও ১৭ বিভাগে শিরোপা দখল গোমতী জেলার

২০১১ সালে জনগণনার সময় জাতিগত জনগণনার বিরোধিতা করে কংগ্রেস—রাজীব