তিনদিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব শুরু

আগরতলা : তিনদিন ব্যাপী জাতীয় নাট্য উৎসব শুরু হল আগরতলায় নিপার উদ্যোগে। শনিবার সন্ধ্যায় আগরতলা সুকান্ত একাডেমীতে এর উদ্বোধন হয় অনুষ্ঠানের সভাপতি ননী দেবের হাত ধরে। ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে নাট্য উৎসব। এতে দিল্লি, জামশেদপুর, কলকাতার বিভিন্ন নাট্য দল নাটক মঞ্চস্থ করবে।এছাড়া ত্রিপুরার নাটকও মঞ্চ হবে।

জাতীয় নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বর্ষীয়ান সাংবাদিক সঞ্জীব দেব, সাংবাদিক অমিত ভৌমিক, সংস্থার সর্বভারতীয় সভাপতি সহ বিশিষ্টজনেরা।আয়োজক সংস্থা নিপা-র তরফে সংবর্ধনা দেওয়া হয় অতিথিদের।

Related posts

উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের ৭২ তম প্ল্যানারি অধিবেশনে যোগ দিতে রাজ্যে অমিত শাহ

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ দলের নেতা-কর্মীদের

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সমবায় সম্মেলন ২০২৪-এ উপস্থিত থাকবেন অমিত শাহ