আগরতলা : রাজধানীর টাউন হল সংলগ্ন এক বাড়িতে পুলিসের অভিযানে উদ্ধার পিস্তল, ড্রাগস, গাড়ি, মোটর বাইক। শুক্রবার গোপন খবরের ভিত্ত্যিতে পূর্ব আগরতলা থানার পুলিস অভিযান চালায় টাউন হল সংলগ্ন বিভান্ত দেববর্মার বাড়িতে। পুলিস অভিযানে গিয়ে বাড়ির মালিক সহ ৪ জনকে আটক করে। তল্লাশি চালিয়ে হেরোইন অটোমেটিক নাইন এম এম পিস্তল বাজেয়াপ্ত, ৩০ রাউন্ড কার্তুজ,একটি গাড়ি, তিনটি মোটর বাইক, ৯ টি দামি মোবাইল , নগদ ১৩ হাজার টাকা । পশ্চিম জেলার পুলিস সুপার জানান, পুলিস রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। বাড়ির মালিক ছাড়া যারা ধরা প্রেছেন তাঁরা হলেন তিনজন হলেন জয়ন্ত দেবনাথ,রাজু সাহা, রবীন্দ্র দেববর্মা। প্রশ্ন উঠছে নেশাকারীদের কাছে পিস্তল কেন? প্রশ্ন উঠছে তাহলে নেশাকারবারিরা আরও বর ধরণের অপরাধ করার জন্যই পিস্তল ব্যবহার করছেন? এদিকে এদিন পুলিস সুপারের সঙ্গে ছিলেন সদর মহকুমা পুলিস আধিকারিক, পূর্ব থানার ও সি সহ অন্যরা।