দত্তক নেওয়া গ্রামে মশারি- কম্বল বিলি করলেন এন এস এস স্বেচ্ছাসেবকরা

আগরতলা : দত্তক নেওয়া গ্রামের লোকজনদের মধ্যে কম্বল-মশারি বিলি করলেন মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস স্বেচ্ছাসেবকরা। মঙ্গলবার যোগেন্দ্রনগর আম্বেদকর পল্লিতে যান মহিলা মহাবিদ্যালয়ের এন এস এস স্বেচ্ছাসেবকরা। গ্রামের প্রায় দুঃস্থ ৩০ টি পরিবারের হাতে কম্বল- মশারি তুলে দেন। উপস্থিত ছিলেন বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ রেবতী মোহন দাস, এন এস এস ইউনিট-র প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য সহ অন্যরা। এই গ্রামটিকে দত্তক হিসেবে নিয়েছে মহিলা কলেজের এন এস এস ইউনিট। বছরের বিভিন্ন সময়ে গ্রামের লোকজনের পাশে দাঁড়ায় ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এই ইউনিটের সপ্তাহব্যাপী বিশেষ শিবিরের শেষদিন ছিল মঙ্গলবার। এদিনেই এই কর্মসূচী গ্রহণ করে তারা। প্রাক্তন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস কৃতজ্ঞতা প্রকাশ করেন।যেভাবে এন এস এস ইউনিট এগিয়ে এসেছেন সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল