গভীর রাতে নাশকতার আগুনে পুড়ে গেল এক পরিবারের সমস্ত বসত ঘর

IMG 20230707 094457 1

আগরতলা : নাশকতার আগুনে সর্বস্বান্ত এক পরিবার। অল্পেতে রক্ষা পেল রাজধানীর গাঙ্গাইল রোড সংলগ্ন ঘন বসতি এলাকা।অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মাঝ রাতে।জানা গেছে গাঙ্গাইল রোড এলাকায় ইদ্রিস মিয়া, বাবুল মিয়া, কুদ্দুস মিয়া তিন ভাই একই বাড়িতে থাকতেন পরিবার নিয়ে। এদের মধ্যে ইদ্রিস মিয়া চাকরি চ্যুত শিক্ষক। অভাবের সংসারে চাকরি চলে যাওয়ার পরে জুতো ব্যবসা করেই সংসার প্রতিপালন করে আসছেন কোনক্রম্রে। বৃহস্পতিবার রাতে বাড়ির সবাই ঘুমেই ছিলেন। আচমকা বসত ঘরে আগুনের আঁচ করতে পারেন পরিবারের লোকজন। মুহূর্তে আতঙ্ক ছড়ায় আগুনের লেলিহান শিখায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকলের কর্মীরা।ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন ছুটে আসে। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সব শেষ হয়ে যায়। পুড়ে যায় বাড়ির সমস্ত বসত ঘর।ঘর থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আহত হন দুই ইদ্রিসের দুই ভাই। আগুনে বাড়ির প্রায় সমস্ত ঘর পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে শুক্রবার পুর নিগমের ১৫ নং ওয়ার্ডের কর্পোরেটর নিবাস দাস ছুটে যান ক্ষতিগ্রস্তদের বাড়িতে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এদিনের অগ্নিকাণ্ডে অল্পেতে রক্ষা পায় ঘনবসতি এলাকাটি।এদিকে অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ তকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য।

Related posts

Smart Meters installation begins in govt offices, Minister residences: Power Minister

পশ্চিম জেলার ১২ টি জায়গায় হবে মহড়া

বিজেপি সরকারের সমালোচনায় প্রদেশ কংগ্রেস মুখপাত্র