আগরতলা : প্রি-বোর্ডের প্রশ্নপত্র ফাঁস নিয়ে বাম ছাত্র সংগঠনের পর আন্দোলনে নামল কংগ্রেস ছাত্র- যুব সংগঠন। মঙ্গলবার যুব কংগ্রেস ও এন এস ইউ আই এর তরফে তুমুল বিক্ষোভ দেখানো হয় শিক্ষা ভবনের সামনে। অভিযোগ প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা নিয়ে এখনও দপ্তর কোন পদক্ষেপ নেয়নি। এতে ক্ষোভ ছড়িয়েছে পড়ুয়া সহ অভিভাবক মহলে।মঙ্গলবার যুব কংগ্রেস ও এন এস ইউ আই কর্মীরা মিছিল করে শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ দেখান এবং ঘটনায় যুক্তদের খুঁজে বের করার দাবি জানান। দুই সংগঠনের এক প্রত্যিনিধি দল দাবি সনদ পেশ করেন সংশ্লিষ্ট আধিকারিকের কাছে। যুব কংগ্রেস নেতা শাহজাহান অভিযোগ করেন, এই ঘটনায় জড়িত শিক্ষা দপ্তরের একাংশ কর্মচারী। ৬ বছর ধরে এই রাজ্যে কোন শিক্ষা ব্যবস্থা নেই। বিজেপি শাসনে শিক্ষা ব্যবস্থা হয়েছে একটা বিদ্যা ব্যবসা। তাঁর অভিযোগ বিদ্যা ব্যবসায়ীরা প্রশ্ন পত্র ফাঁস করে দিয়েছে। এখনও পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি শিক্ষা দপ্তর। যুব নেতা দাবি জানান প্রশ্ন যারা ফাঁস করলেন তাদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।