স্কলারশিপের দাবিতে বিক্ষোভ তপশিলি জাতি কল্যাণ দপ্তরে পড়ুয়াদের

আগরতলা : প্রায় সাত মাস ধরে মিলছে না স্কলারশিপ। বার কয়েক দপ্তরে এসে ধরনা দিলেও মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু মিলেনি এখনও পর্যন্ত তপশিলি জাতি বি এড উত্তীর্ণ পড়ুয়াদের স্কলারশিপের টাকা। বাধ্য হয়ে ফের তারা অধিকর্তার অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্র- ছাত্রীদের অভিযোগ এস টি- ও বি সি সম্প্রদায় ভুক্ত বি এড পড়ুয়ারা স্কলারশিপের টাকা পেয়ে গেলেও তপশিলি অংশের পড়ুয়ারা এখনও পায়নি। অথচ জুন- জুলাই মাসে তাদের স্কলারশিপের টাকা পাওয়ার কথা ছিল।

তারা জানান সঠিক সময়ে স্কলার শিপের টাকা না পাওয়ায় ধার দেনা করে শিক্ষা প্রতিষ্ঠানের বকেয়া মেটাতে হয়েছে। এখন যাদের কাছ থেকে ধার নিয়েছেন তারা চাপ দিচ্ছেন। বাধ্য হয়ে বুধবার ফের বি এড উত্তীর্ণরা তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার অফিসে এসে বিক্ষোভ দেখান। সাক্ষাৎ করেন অধিকর্তার সঙ্গে।

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা