শারদ সম্মানের জন্য নির্বাচিত ২১ ক্লাবের নাম ঘোষণা মেয়রের

আগরতলা : পুর নিগমের শারদ সম্মানে যেসব পূজা উদ্যোক্তারা পুরষ্কার পাবে সেসব ক্লাবের নাম ঘোষণা করলেন নিগমের মেয়র দীপক মজুমদার। ৩০ ডিসেম্বর নিগমের উদ্যোগে শারদ সম্মান পুরস্কার দেওয়া হবে আগরতলা টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যরা।বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান মেয়র দীপক মজুমদার।

বিভিন্ন বিভাগের জন্য নির্বাচিত ২১ টি ক্লাবের নাম ঘোষণা করেন। সেরার সেরা ৫ টি ক্লাব ছাড়াও ৪ টি জোন থেকে ৪ টি করে মোট ১৬ টি পূজা উদ্যোক্তা পুস্কারের জন্য নির্বাচিত হবে। সেরার সেরা ৫ টি ক্লাবকে ট্রফি ও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আর ১৬ টি ক্লাবকে ট্রফি ও ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান মেয়র। সেরার সেরা ৫ টি ক্লাব হল ভারত রত্ন সংঘ, রাম ঠাকুর সংঘ, ঐকতান যুব সংস্থা, আজাদ হিন্দ সংঘ ও মা ত্রিনয়নী সামাজিক সংস্থা। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর অপ্লক রায়, রত্না দত্ত সহ অন্যরা।

Related posts

ড্রাগস সহ ৫ জন গ্রেপ্তার রাজধানীতে

সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা

সরকারকে তিন মাস সময় বেঁধে দিল আত্মসমর্পণকারী বৈরীরা