আগরতলা : কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা যারা এখনও পাননি তাদের জন্য চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন-দুই। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বিকাশ মেলা ও সুশাসন শিবির সম্পন্ন হয়েছে। আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড- জোনেও পৃথক ভাবে এ ধরণের শিবির হচ্ছে। যদিও অনেক শিবির শেষ হয়েছে ইতি মধ্যে। বুধবার পুর নিগমের দক্ষিনের জোনের উদ্যোগে বিকাশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন- দুই শিবির হয় ৪৯ নম্বর ওয়ার্ড এলাকায়।জুটমিল কোয়ার্টার কমপ্লেক্স মাঠে হয় শিবির। সরকারি বিভিন্ন স্টল খোলা হয় সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অলক রায়, বাপী দাস, অভিজিৎ মল্লিক সহ অন্যরা। শিবিরে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিতে বিভিন্ন ওয়ার্ডের লোকজন ভিড় করেন। শিবিরকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। মেয়র দীপক মজুমদার এদিন বলেন, আগে প্রয়োজনীয় নথিপত্রের জন্য মানুষকে মহকুমা- জেলা শাসক অফিসে যেতে হতো। এতে অনেকে হয়রানীর শিকার হতেন। কিন্তু বর্তমান সরকার আগের সংস্কৃতি পরিবর্তন করেছে।