আগরতলা : রাজ্যপালের ভাষণের মধ্যদিয়ে ২০২৪ সালের ৫ জানুয়ারি শুরু হবে বিধানসভার অধিবেশন। ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এবারের অধিবেশনে আসছে দুটি বিল। বৃহস্পতিবার বিএসির বৈঠক শেষে একথা জানান পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ। তিনি জানান,শনি এবং রবিবার বন্ধ বাদ দিয়ে অধিবেশন বসবে ৫ দিন। প্রথমদিন রাজ্যপালের ভাষণের পর ধন্যবাদসূচক প্রস্তাব ও বি এ সির রিপোর্ট পেশ করা হবে।এর পর বিধায়ক সুরজিত দত্তের প্রয়াণে এদিনের জন্য অধিবেশন স্থগিত রাখা হবে।এদিন বি এ সির বৈঠকে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতন লাল নাথ, বিধায়ক নির্মল বিশ্বাস সহ কমিটির সদস্যরা।