আগরতলা : শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি সবদিক দিয়েই ত্রিপুরার ছেলে-মেয়েদের মধ্যে ট্যালেন্টের কোন অভাব নেই।তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকার চেষ্টা করছে। কোন অবস্থায় যাতে সমস্যা না হয়। রাজধানীর ধলেশ্বর প্রাচ্যভারতী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তীতে রক্তদান শিবিরে এজক্তহা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আরও বলেন, তিন দশক ধরে শিক্ষা নীতি নিয়ে অনেক কথা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নয়া শিক্ষানিতি-২০২০ চালু হয়েছে।ঐতিহ্যময় প্রাচ্যভারতী বিদ্যালয়ের ৭৫ তম বর্ষকে স্মরণীয় ও গৌরবময় করে রাখতে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন সকালে রক্তদান শিবির শুরুর আগে স্কুল থেকে বের হয় শোভাযাত্রা। এতে বর্তমান, প[রাক্তন ছাত্র- ছাত্রী, শিক্ষক- শিক্ষিকারা অংশ নেন। এদিকে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, পুর নিগমের কর্পোরেটর মণিমুক্তা ভট্টাচার্য , সমাজসেবী চন্দ্র শেখর দেব, বিদ্যালয়ের সুবীর দেববর্মা সহ অন্যরা। শিবিরও ঘুরে দেখেন এবং রক্তদাতাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এন সি আর টির পাঠ্যকর্ম রাজ্য সরকার চালু করেছে। প্রচুর বাংলা মাধ্যম স্কুল ইংরেজি মাধ্যমে রূপান্তর করা হয়েছে। সুপার থার্টি প্রকল্প চালু করা হয়েছে। চালু করা হয়েছে মুখ্যমন্ত্রী মেধা পুরষ্কার। ত্রিপুরা অগ্নি বীর কর্মসূচী চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।