মহিলা বিচারকের উপর যৌন নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আগরতলায় বিক্ষোভ

আগরতলা : উত্তরপ্রদেশের বান্দ্রাতে একজন মহিলা বিচারক অন্যদের যৌন নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। অভিযোগ নির্যাতিতা নিজে বিচারক হয়েও এখন পর্যন্ত কোন বিচার পান নি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজপথে নামল সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। শনিবার সংগঠনের তরফে প্রতিবাদ- বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয়। সংগঠনের উদ্যোগে আগরতলার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনের সদস্যারা। ঘটনাটি ঘটেছে ২০২২ সালে। কিন্তু বিষয়টি নজরে আসে চলতি মাসে।উপস্থিত ছিলেন ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নেতৃত্ব পাঞ্চালী ভট্টাচার্য, জয়া বর্মণ সহ অন্যরা। এদিনের কর্মসূচী থেকে দাবি জানানো হয় নারী- শিশুদের উপরে যৌন নির্যাতন বন্ধের।পাঞ্চালী ভট্টাচার্য অভিযোগ করেন গোটা দেশে নারীরা কাজের জায়গায় বিষণ ভাবে আক্রান্ত হচ্ছেন।

Related posts

সমাপ্ত হল এনসিসি ১৩ ত্রিপুরা বাহিনীর উদ্যোগে আয়োজিত ১০ দিন ব্যাপী কম্বাইন্ড প্রশিক্ষণ শিবির

অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে এস.ডি.পি.ও আমতলির নিকট ডেপুটেশান প্রদান করল ভারতীয় মজদুর মনিটরিং সেল

North Tripura to benefit from new agricultural schemes: CM