রাইয়াবাড়ির উচ্ছেদ করা পরিবার গুলির পুনর্বাসনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

আগরতলা : প্রশাসনিক ভাবে উচ্ছেদ করা পরিবার গুলিকে পুনর্বাসনের দাবি। এই দাবিতে শুক্রবার বিধানসভার বাজেট অধিবেশনের দিনে আগরতলা শহরে বিক্ষোভ চার দলের। দেড় মাস আগে ২৫ মে গোমতী জেলার রাইয়াবাড়ি এলাকা থেকে প্রশাসন উচ্ছেদ করে ৭ টি সংখ্যালঘু মুসলিম পরিবারকে। অভিযোগ তাঁরা অবৈধ ভাবে সেখানে বসবাস করছিল। তাই প্রশাসন বুল ড্রজার দিয়ে তাদের উচ্ছেদ করে দেয়। বর্তমানে অসহায় পরিবার গুলি। তাদের মাথা গোঁজার জায়গা নেই। অসহায় পরিবার গুলির জন্য বিকল্প ব্যবস্থাও প্রশাসন করেনি বলে অভিযোগ। এই অবস্থায় চলতি বিধানসভার বাজেট অধিবেশনে এই পরিবার গুলির পুনর্বাসনের বিষয়টি নিয়ে যাতে সরকার ব্যবস্থা গ্রহণ করার করে সিদ্ধান্ত নেয় সেজন্য আন্দোলনে নামল চার দল। শুক্রবার উচ্ছেদ হওয়া পরিবারের সদস্যদের নিয়ে সিপিআই এম এল লিবারেশন, গণমঞ্চ, ত্রিপুরা পিপলস পার্টি, এস ইউ সি আই আগরতলা শহরে বিক্ষোভ সংগঠিত করে। রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে হয় তাদের বিক্ষোভ কর্মসূচী। সিপিআই এম এল-র রাজ্য সম্পাদক জানান, তাঁরা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের নজরে নিয়েছেন যাতে তাঁরা এই দাবিতে বিধানসভায় আওয়াজ তুলেন। নেতৃত্ব উচ্ছেদ হওয়া পরিবার গুলির ন্যায়-বিচারের দাবি জানান। অনায়্য অবিচার বন্ধ করে পরিবার গুলির অধিকার যাতে সুরক্ষিত হয়, সরকার মানবিক ভাবে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।উচ্ছেদ হওয়া পরিবার গুলির পুনর্বাসনের দাবি আগেই জানিয়েছে বিভিন্ন বিরোধী দল সংগঠন। এখন দেখার সরকার অসহায় পরিবার গুলির পাশে দাঁড়ায় কিনা?

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে