জানুয়ারি মাস থেকে নতুন করে রাজ্যে আরও ২৯৪১০ জন সামাজিক ভাতা পাবেন

আগরতলা : সরকারি ভাবে ঘোষণা দেওয়া হয়েছিল আগেই নতুন করে ৩০ হাজার সামাজিক ভাতা দেওয়ার। সেই মতো প্রায় সাড়ে ২৯ হাজার সামাজিক ভাতা দেওয়া হবে বলে শনিবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি জানান প্রয়োজনীয় নথিপত্র না আসায় ৫৯০ টির মতো সামাজিক ভাতা এখন দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি জানান, নতুন সামাজিক ভাতার মধ্যে থাকবে বৃদ্ধ, দিব্যাঙ্গজন, বিধবা, স্বামী পরিত্যক্তা সহ বিভিন্ন ভাতা। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী আরও জানান, সবমিলিয়ে নতুন ২৯ হাজার ৪১০ জনকে সামাজিক ভাতা দেওয়া হবে।এর মধ্যে বৃদ্ধ ভাতা ১৪ হাজার ১৯৭ জনকে, বিধবা ভাতা ১,৬৫৩ জন, স্বামী পরিত্যক্তা ভাতা ৫,৩৮৮ জন, ৪৫ বয়স ঊর্ধ্ব অবিবাহিত মহিলা ভাতা ৪২০ জনকে দেওয়া হবে।মন্ত্রী আরও জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে নতুন সামাজিক ভাতা প্রাপকরা ভাতা পাবেন। পুরনো ও নতুন মিলে ৪ লাখ ১০ হাজার ৭৮ জন সামাজিক ভাতা পাবেন রাজ্যে। দেশের মধ্যে জন সংখ্যার নিরিখে প্রথম রাজ্য ত্রিপুরা যেখানে এতো ভাতা দেওয়া হবে। এর মধ্যে ১ লাখ ৫১ হাজার ৩৭৮ জন ভাতা পান কেন্দ্রীয় প্রকল্পে। তিনি জানান, রাজ্যের বিভিন্ন প্রকল্পে ভাতা দিতে গিয়ে রাজ্য সরকারের বছরে ব্যয় হবে ৭৮৬ কোটি টাকা টাকা খরচ হবে।

Related posts

CM emphasizes discipline, team spirit through football

Tripura aims for Agricultural self-reliance: Ratan Lal Nath

লোক ভবনে উদযাপন করা হল আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস