জন্মদিনে অদ্বৈত মল্লবর্মণকে স্মরণ করলো তপশিলি জাতি সমন্বয় সমিতি

আগরতলা : তিতাস একটি নদীর নাম। এই বাংলা সাহিত্য লেখে খ্যাতি লাভ করে চির স্মরণীয় হয়ে যিনি রয়েছেন তিনি হলেন অদ্বৈত মল্লবর্মণ। প্রতিবছর উনার জন্মদিন উদযাপন করা হয়।১৯১৪ সালের ১ জানুয়ারি বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছিলেন অদ্বৈত মল্ল বর্মণ।। মৎস্যজিবি পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন তিনি। ছিলেন লেখাপড়ায় খুবই মেধাবী ছাত্র। দারিদ্রতার জন্য কলেজ জীবন শেষ করতে পারেননি।প্রতিবছর উনার জন্মদিন পালন করে থাকে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি।সোমবার অদ্বৈত মল্লবর্মণ-র ১১০ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।মেলারমাঠ আম্বেদকর ভবনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা ত্রিপুরা তপশি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক,প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্য সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা।

Related posts

Govt committed to promote art, culture, literature: CM

পাট্টা প্রাপক কৃষকরাও প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন—কৃষিমন্ত্রী

কলা, সংস্কৃতি ও সাহিত্যের প্রচার ও প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী