পুলিস সুপারের কাছে ডেপুটেশন দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

আগরতলা : বিভিন্ন দাবিতে পশ্চিম জেলা পুলিস সুপারের কাছে ডেপুটেশন দিল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সংগঠনের তরফে এক প্রতিনিধি পুলিস সদর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।এদিন প্রতিনিধি দলের নেতৃত্ব জানান, রাস্তায় দুর্ঘটনা ঘটলে যান চালকদের জেল- জরিমানা করা নিয়ে যে আইন করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে তা মানেন না তারা। এর তীব্র বিরোধিতা করেন। চালকরা বলেন, অভাবের মধ্যে দিয়ে কষ্টে চলা চালকরা কি করে যদি কোন কারণে পথে দুর্ঘটনা ঘটে তাহলে ৫ লাখ টাকা জরিমানা দেবে। কোন চালকই ইচ্ছে করে পথ দুর্ঘটনা ঘটায় না। এসব বিষয় নিয়েই এদিন পুলিস সুপারের কাছে ডেপুটেশন দেন তারা।

Related posts

অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট-র উদ্যোগে ২৮ জানুয়ারি মতবিনিময় সভা

ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপন করা হয় রবীন্দ্র ভবনে

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের স্মারকলিপি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরে