মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হল বিমানবন্দরে

আগরতলা : নতুন বছর ২০২৪ সাল্কে স্বাগত জানাতে ভিন্ন ধরণের অনুষ্ঠান। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে অন্য রকমের অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজী নতুন বছরকে স্বাগত জানানো হয়।আগরতলা বিমানবন্দরে নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজন করা হয় নাচ-গান।

ত্রিপুরা পুলিসের ‘জোশিলয়’ নামে অর্কেস্ট্রা টিম অংশ নেয় অনুষ্ঠানে। পরিবেশন করে মনমাতানো সংগীত।উপহার দেওয়া হয় যাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।একটি মনোমুগ্ধকর বাদ্যযন্ত্রের পরিবেশনা সকলকে মুগ্ধ করেছে।বিমানবন্দরে কর্মীরাও অনুষ্ঠান উপভোগ করেন।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল