বেতন না পেয়ে ধর্নায় ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের কর্মচারীদের

আগরতলা : প্রতি মাসের ১ তারিখ বেতন পেয়ে আসছেন সরকার অধিগৃহীত সংস্থা ত্রিপুরা রিহ্যাবিলিটেশন প্ল্যান্টেশন কর্পোরেশনের কর্মচারীরা। দীর্ঘ বছর ধরে এভাবেই বেতন পাচ্ছেন তারা। কিন্তু এবারই ঘটলো ব্যতিক্রম। অভিযোগ ডিসেম্বরের বেতন মাসের ৩ তারিখও পাননি ১২০ জন কর্মচারী। স্বাভাবিক ভাবেই কর্মচারীদের মধ্যে ক্ষোভ। ৩ তারিখ সমস্ত কর্মচারীরা অধিকর্তার অফিসের সামনে বেতনের জন্য ধর্নায় বসেন।

তারা জানান, ১ তারিকঝ বেতন না মেলায় সমস্যায় পড়তে হচ্ছে। সাংসারিক খরচ ছাড়াও ব্যাঙ্কের লোণ এক তারিখ না দিতে পারায় ফাইন কেটে নেবে ব্যাঙ্ক। তারা আধিকারিকের সঙ্গে সাক্ষাৎও করেন। এদিকে ডেপুঁটি ম্যানেজার জানান, ফান্ড স্বল্পতার কারণে দেরি হচ্ছে। তবে চেষ্টা চলছে কর্মচারীদের বেতন দ্রুত দিয়ে দেওয়ার।

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের