হিট এন্ড রান বিল বাতিলের দাবিতে আগরতলায় বিক্ষোভ

আগরতলা : কেন্দ্রীয় সরকারের নতুন হিট এন্ড রান বিল বাতিলের দাবিতে দেশ জুড়ে চলছে প্রতিবাদ- বিক্ষোভ, ধরনা, অবরোধ। আন্দোলনের আঁচ এসে পড়েছে ছোট্ট রাজ্য ত্রিপুরায়ও।এই বিলের প্রতিবাদ জানিয়ে রাস্তায় শাসক দলের শ্রমিক সংগঠন। যান চালকদের গাফিলতির জন্য মৃত্যু ঘটলে, এই আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।অভিযোগ এই বিল যান শ্রমিকদের বিরুদ্ধে।

সারা দেশব্যাপী এই হিট এন্ড রান বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে।ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ এই বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ- বিক্ষোভ কর্মসূচি পালন করে আগরতলা সিটি সেন্টারের সামনে।সকাল থেকে যান শ্রমিকরা আন্দোলনে শামিল হন। তাদের আন্দোলনের স্থলে এসে পূর্ণ সমর্থন জানান দক্ষিণ ত্রিপুরা বাস মালিকদের সংগঠনের নেতৃত্বও।এই বিল সংসদ থেকে প্রত্যাহার না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়েছে।এখন দেখার কেন্দ্রীয় সরকার আপাতত এই বিল স্থগিত রাখে কিনা নাকি একেবারে প্রত্যাহার করে?

Related posts

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রবীণদের মধ্যে শীত বস্ত্র বিলি

বীরবাল দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ বিজেপি

নিজের হাতে থাকা ৩ দপ্তরের জেলা ভিত্তিক পর্যালোচনা সভা মন্ত্রী সুধাংশু দাসের