চাই প্রতি হাতে কাজ, নেশা মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বানে রাজপথে বাম যুবরা

আগরতলা : চাই প্রতি হাতে কাজ, নেশা মুক্ত সমাজ। এই আহ্বানে কন কনে ঠাণ্ডার মধ্যেই সকালে রাস্তায় নেমে পড়লেন বাম যুব সংগঠনের কর্মীরা। বৃহস্পতিবার আগরতলা শহরে তারা বিক্ষোভ মিছিল- সভা করেন। এদিন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে শহরে মিছিল বের হয়। যুব কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে শহর পরিক্রমা করে পরে পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় পথসভায় মিলিত হন। যুব নেতা নবারুণ দেব অভিযোগ করেন বেকারদের কাজ নেই।

সরকারি চাকরির দরজা বন্ধ। হতাশায় রাজ্যের বেকাররা। এই অবস্থায় সরকার পরিকল্পিত ভাবে হতাশা গ্রস্ত বেকার যুবক- যুবতীদের কিভাবে অন্ধকারের দিকে থেকে দেওয়া যায় এর জন্য গভীর স্রজন্ত করেছে।তাঁর অভিযোগ গোটা রাজ্যকে নেশায় ডুবিয়ে দিচ্ছেন। সরকারি পরিকল্পনায় শাসক দলের নেতৃত্বে লাইসেন্স বিহীন নেশার কারবার চলছে। ভয়ঙ্কর অবস্থা রাজ্যে। প্রতিটি গলিতে নেশার রমরমা বলে অভিযোগ নবারুনের। একদিকে কাজ নেই, অন্যদিকে নেশার রমরমা। এর বিরুদ্ধে পথে নেমেছে বাম যুব সংগঠন। তারা এদিন দাবি জানান, বেকারের হাতে কাজ চাই, নেশা হীন সমাজ চাই। এদিনের কর্মসূচীতে থেকে তারা মানুষের কাছে আহ্বান জানান, সমাজ রক্ষা করার জন্য নেশার বিরুদ্ধে এগিয়ে আসার।

 

Related posts

কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদ জানাল আমরা বাঙালী

চুরি যাওয়া সামগ্রী সহ দুই চোরকে জালে তুলল পুলিস

বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় ব্রতী হয়েছেন সকলে