শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে বিজেপি- মথা- সিপিএম ভাঙন

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে বিরোধী দল গুলিও। শাসক দল যেমন বিরোধী শিবিরে থাবা বসাচ্ছে, তেমনি বিরোধী দলও বিজেপি ঘরে হানা দিচ্ছে কিছু কিছু জায়গায়। এবার দক্ষিণ জেলার শান্তিবাজার বিধানসভা এলাকায় শাসক ও প্রধান বিরোধী দলের ঘরে হানা কংগ্রেসের।রবিবার এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি- তিপ্রা মথা ও সিপিএম ছেড়ে স্থানীয় ১৩ জন নেতৃত্ব সহ ৪৫ জন কংগ্রেসে শামিল হন। এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় যোগদান সভা। নেতৃত্বদের মধ্যে ছিলেন মৃত্যুঞ্জয় রিয়াং, মদন রিয়াং, খগেন্দ্র রিয়াং, রমেশ রিয়াং সহ অন্যরা। এদিন কংগ্রেসে যোগদানকারীদের স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী মণিন্দ্র রিয়াং, কংগ্রেস নেতা মানিক দেব সহ অন্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন বলেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের লড়াইকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সংকল্পবদ্ধ ওরা। আগামী দিনে যোগদান পর্ব আরও চলবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

Related posts

North Tripura to benefit from new agricultural schemes: CM

রাজ্যের মৃৎ শিল্পী, মণ্ডপ সজ্জা ও আলোক সজ্জার সাথে যুক্ত শিল্পীদের নিয়ে কর্মশালা করার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট -৩২২ জির উদ্যোগে প্রথম বারের মতো অনুষ্ঠিত হয় মেগা ফ্রি শপিং ফেস্টিভ্যাল