স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা : স্টেট রোড সেফটি কাউন্সিলের বৈঠক হয় শুক্রবার। মহাকরণে এই বৈঠকে পৌরহিত্য করেন পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের প্রধান সচিব, অর্থ দপ্তরের সচিব, রাজ্য পুলিশের আইজি, পরিবহন দপ্তরের সচিব, স্বাস্থ্য, পূর্ত সহ সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা। এদিনের বৈঠকে আলোচনায় উঠে আসে ১৫ জানুয়ারি থেকে রাজ্যব্যাপী জাতীয় সড়ক সুরক্ষা মাস পালন শুরু হয়েছে।১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের গাইডলাইন অনুসারে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় স্বেচ্ছাসেবকদের চিহ্নিত করে তাদের সড়ক সুরক্ষা ও ট্রাফিক আইন সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া এবং তাদের মাধ্যমে বিদ্যালয় বাজার এলাকার সহ জেলার বিভিন্ন জনবহুল এলাকায় অভিযান সংগঠিত করার বিষয়। এদিনের বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী আলোচনা করতে গিয়ে বলেন,কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা রোধে এবং দুর্ঘটনা জনিত মৃত্যুর হার কমানোর লক্ষে নতুন পদ্ধতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। পরিবহন দপ্তর সড়ক সুরক্ষা দুর্ঘটনা রোধে স্বাস্থ্য, পূর্ত দপ্তরের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচী রূপায়ণ করে থাকে। এদিকে এদিন বৈঠকে দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোর্মার অজয় রায়কে পুরষ্কার দেওয়া হয়। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী পুরস্কার হিসেবে তার হাতে ৫ হাজার টাকার চেক ও শংসাপত্র তুলে দেন সম্প্রতি দুর্ঘটনায় আহত দুইজনকে নিজ উদ্যোগে সঠিক সময় হাসপাতালে নিয়ে প্রাণ রক্ষা করার জন্য।

Related posts

Scouts and Guides play vital role in society: CM

হিমাচল প্রদেশের দুর্যোগ মানুষদের পাশে ত্রিপুরা প্রদেশ বিজেপি

Chakma Script and Language Day to be observed on August 7: Ratan Lal Nath